কন্যা

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

Md.Zahid Bin Haq
  • 0
  • ৪৫
কন্যা তুমিতো রয়েছো হাজারো,
পুলকিত বাসনায়।
কিনবা রয়েছো কোনো পুরুষের,
যৌবনে কামনায়।
.
রয়েছো যে কত রাত্রি নিশিথে,
প্রেমিকের ভাবনায়।
হেসোনা হেসোনা তারচেয়ে বেশি,
রয়েছো যে ছলনায়।
.
মানছেনা মন,জানি সব জানি,
ভেবে কি দেখেছো কভু?
ক্ষণিক আবেগ শেষ হলে পরে,
কোনজনা রয় প্রভু?
.
অল্পের তরে টানে যেবা কাছে,
চাহিদা মেটালে শেষ।
ছুড়ে ফেলে তোরে,দূরে কতদূরে,
এইতো আসল বেশ।
.
ভেবে দেখেছিস তুমি তুমি করে,
অস্থির যেই মুখ,
সেইজনাতেই রাত্রিতে তোর,
দেহ মাঝে খোঁজে সুখ।
.
যেজন দিবসে মুখরিত তোর,
ভূয়সী প্রশংসায়।
সেজনই তো কভু নিভৃতে একা,
মনে মনে তোরে খায়।
.
অথবা যেজন মায়া খোঁজে তোর,
পাতলা শাড়ির ভাজে।
শাড়ি শুধু নয় নজর যে তোর,
সরু কোমড়ের খাঁজে।
.
নতুবা যখন স্নান করে এসে,
ভিজে উন্নত বুক।
মেপে নেয় তারা নিমেষেই কভু,
হয়নাতো ভুলচুক।
.
অথবা যখন পথে পথে হেটে,
নিতম্বে ওঠে ঢেউ।
মাথা করে নিচু,আড়ালেতে কিছু,
দেখে নেয় কেউ কেউ।
.
কিনবা কখনো বাতাসেতে যদি,
শাড়ির আচল সরে,
নাভিতেই যেন হাজারো নজর,
জ্বলে পুড়ে ঠিকই মরে।
.
তবুও ভাবিস পুজনীয় তুই,
ওই ছেলেদের কাছে।
জানেনা তোরই অবুঝ সে মন,
কার মনে কিবা আছে।
.
সরল হাসিতে ভুলে যাস তুই,
কামাতুর সেই সবে,
পড়ে কভু মনে সত্যিই ভাল,
বেসেছিল কারা কবে?
.
কত উপহার,কত কৌশলে,
ভুলিয়ে রে তোর মন,
মন তো সে নয়,তাদের কাছে,
দেহটারই প্রয়োজন।
.
কামনার এই আগুনেতে পুড়ে,
আত্মারে করে শুদ্ধ,
বাস্তবতার খুলে দিস দ্বার,
এতদিন ছিল রুদ্ধ।
.
নিজেই নিজেরে আগলে রাখিস,
ঝলসানো কামনায়।
করিসনে ভুল ক্ষণিক সুখের,
যৌবন তাড়নায়।
.
চিনে নিস তুই কেবা চায় দেহ,
কেবা শুধু চায় মন।
বুঝে নিস ঠিক চলার পথেতে,
কারে তোর প্রয়োজন।
.
দিসনা বিলিয়ে সত্ত্বারে তোর,
কাম শিকারীর ভিড়ে।
বিবেকের কাছে শুদ্ধ থাকিস,
মনের ছোট্ট নীড়ে।
.
দেখবিতো রোজ কত শত প্রেমী,
চলে যায় ফিরে আসে।
তারি মাঝ থেকে কেউ কেউ তোরে,
সত্যিই ভালবাসে।
.
বুঝে নিলে তারে মনটুকু দিয়ে,
সেও দিয়ে দিবে মন।
খুঁজে নিলে সুখ তার মাঝে তোর,
সুখী হবি আজীবন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান বেশ দীর্ঘ কবিতা শব্দের ব্যাবহারে আরও সতর্ক হওয়া দরকার।

১৫ মার্চ - ২০১৬ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪